এশিয়া কাপে হতাশার পর দারুণভাবো ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে ৩-০ ব্যবধানে। ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলী নিজে ব্যর্থ হলেও দলের এই পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট। গতকাল রবিবার ম্যাচ শেষে জাকের বলেন, 'এশিয়া কাপে হতাশার পর ছেলেরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা অসাধারণ। আমরা সবচেয়ে খুশি আমাদের ফিল্ডিং নিয়ে। নতুন ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্ট আসার পর আমরা ফিল্ডিংয়ে অনেক উন্নতি করেছি। আমাদের বোলাররা চমৎকার কাজ করেছে, যা ব্যাটসম্যানদের জন্য কাজ সহজ করে দিয়েছে, আর ব্যাটাররাও সেই দায়িত্ব ঠিকভাবে পালন করেছে।' দলের সামগ্রিক সামর্থ্য নিয়েও আশাবাদী বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক, 'সব খেলোয়াড়ই যোগ্য এবং ভালো খেলোয়াড়। শুধু নিজেদের সেরা মনে করে বিশ্বাস রাখতে হবে যে তারা বিশ্বমঞ্চে বড় পারফরম্যান্স দিতে পারে।...