কোনো দল বা ব্যক্তি নয়, দেশের গণতন্ত্রকামী জনগণই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। দুই পর্বের সাক্ষাৎকারটির প্রথম পর্ব আজ সোমবার সকালে বিবিসি বাংলার ফেসবুক পেজে প্রকাশ করা হয়। পাশাপাশি পুরো সাক্ষাৎকারটি বিবিসি বাংলার ওয়েবসাইটেও প্রকাশ করা হয়। প্রায় ১৭ বছর ধরে লন্ডনে প্রবাস জীবনযাপনকারী তারেক রহমান দীর্ঘদিন পর মিডিয়ার মুখোমুখি হন। সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলার সম্পাদক মীর সাব্বির ও জ্যেষ্ঠ সাংবাদিক কাদির কল্লোল। সাক্ষাৎকারে তারেক রহমান নির্বাচন, জাতীয় ও রাজনীতিসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। বিবিসি বাংলার এক প্রশ্নের উত্তরে তারেক রহমান বলেন, ‘এই জুলাই আন্দোলনে আমাকে আমি কখনোই মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। এই যে পাঁচই অগাস্ট যেই আন্দোলন, জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত...