বৈশ্বিক পরিবেশ আন্দোলনের সুপরিচিত মুখ সুইডেনের কর্মী গ্রেটা থুনবার্গসহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মোট ১৫৬ জনকে ইসরায়েল গ্রিসে পাঠিয়ে দিচ্ছে। শনিবার ইসরায়েলি টেলিভিশন চ্যানেল আই ২৪ নিউজ-এর একটি প্রতিবেদনে এই তথ্য প্রকাশ পেয়েছে। চ্যানেলটির রিপোর্ট অনুযায়ী, ফ্লোটিলা অভিযানে গ্রিসের যতজন নাগরিক ছিলেন, তাদের সাথে গ্রেটাসহ সব মিলিয়ে মোট ১৬৫ জন অভিযাত্রীকে একটি বিশেষ উড়োজাহাজে করে গ্রিসে পাঠানো হচ্ছে। ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার দুর্গত মানুষের জন্য খাদ্য ও ঔষধপত্র নিয়ে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অন্তর্ভুক্ত ৪৩টি নৌযান গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে গাজার উপকূলের দিকে নিজেদের যাত্রা শুরু করে। এই অভিযানের প্রধান উদ্যোক্তা ছিল চারটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠনের একটি জোট, যার নাম ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি)। এই জোটভুক্ত সংগঠনগুলো হলো— ফ্রিডম ফ্লোটিলা ফাউন্ডেশন, গ্লেবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং...