তীব্র তুষারঝড়ের কারণে বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে আটকা পড়ে আছেন কয়েক শ পর্বতারোহী। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানায় বিবিসি। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবার সারাদিন অব্যাহত ছিল। এতে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকাটির পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এভারেস্টের পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে স্থানীয় পর্যটক, কর্মী ও পর্বতারোহী মিলিয়ে প্রায় হাজারখানেক মানুষ আটকা পড়েন। তবে সেখান থেকে ৩৫০ জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। এখনো কয়েক শ মানুষ আটকা পড়ে আছেন।চীনের সেন্ট্রাল টিভি জানায়, রোববার পর্যন্ত ৩৫০ জন পর্বতারোহীকে উদ্ধার করা হয়েছে। তারা কুডং শহরে পৌঁছেছেন। আরও ২০০ জনের বেশি পর্বতারোহীর...