বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামজুড়ে ঝুলছে বিশাল ব্যানার, প্রার্থীদের প্রচারণায় জমজমাট পরিবেশ—তবু উৎসবের ছোঁয়া নেই কোথাও। অভিযোগ, অনিয়ম আর নাটকীয় সরে দাঁড়ানোর ঘটনায় নির্বাচনের আগেই যেন ফল নির্ধারিত হয়ে গেছে। ক্রিকেট মহলে তাই প্রশ্ন—এই ভোটে প্রতিদ্বন্দ্বিতা কোথায়? রাজধানীর একটি হোটেলে সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে পরিচালক পদে ভোটগ্রহণ। তিনটি ক্যাটাগরিতে নির্বাচিত হবেন ২৩ পরিচালক, বাকি দুজন আসবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে। সন্ধ্যা ছয়টায় ঘোষণা করা হবে পরিচালকদের ফলাফল, আর সেদিন রাতেই সভাপতি ও সহসভাপতি নির্বাচনের ফল জানা যাবে। তবে ভোটের আগেই দেশের ক্রিকেটজুড়ে ছড়িয়ে পড়েছে বিতর্ক। প্রার্থীদের মধ্যে ২১ জন ইতোমধ্যে সরে দাঁড়িয়েছেন। ক্লাব ক্যাটেগরির প্রার্থী মোহাম্মদ ফয়জুর রহমান ভূঞা তো রাত দুইটার পর প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। এর আগে ৯ জন পরিচালক...