০৬ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:২৫ এএম অনেক বিতর্ক সঙ্গী করেই আজ রাজধানীর একটি স্থানীয় হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রত্যাশিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন। পরিচালনা পর্ষদের নির্বাচন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে। তফসিল অনুযায়ী একই দিন সন্ধ্যা ৬টায় হবে ফলাফল ঘোষণা। এরপরই সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। রাত ৯টায় হবে ফলাফল ঘোষণা। দেশের সব জেলায় ক্রিকেট ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেছেন বিসিবি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বী আমিনুল ইসলাম বুলবুল। এবারের বিসিবি নির্বাচন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার করা ছকে হচ্ছে বলে অভিযোগ আছে। বর্তমান সভাপতি আমিনুল ইসলামের নতুন করে বোর্ড সভাপতি হওয়াটা তাই অনেকটাই নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। নির্বাচনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ এনে একযোগে ১৬...