নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসনে বিপর্যস্ত গাজা উপত্যকায় একটি নতুন আন্তর্জাতিক অন্তর্বর্তী প্রশাসন গঠনের পরিকল্পনা সামনে এসেছে। গত ২৯ সেপ্টেম্বর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা পরিস্থিতি নিরসনে ২০ দফা শান্তি পরিকল্পনা ঘোষণা করেন। এই পরিকল্পনার অংশ হিসেবে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে গাজা শাসনের জন্য সম্ভাব্য প্রধান হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্প্রতি, এই আন্তর্জাতিক প্রশাসনের একটি গোপন খসড়া পরিকল্পনা ফাঁস হয়, যেখানে টনি ব্লেয়ারের অধীনে গঠিত সম্ভাব্য অন্তর্বর্তী সরকারের সদস্যদের নাম উঠে আসে। তবে এতে একজন ফিলিস্তিনিরও নাম নেই, বরং সদস্যদের মধ্যে রয়েছেন ধনকুবের, কর্পোরেট ব্যাক্তিত্ব ও পশ্চিমা রাজনৈতিক সংযোগসম্পন্ন ব্যক্তি—যাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক মহলে। নতুন এই প্রশাসনের নাম হবে "গাজা ইন্টারন্যাশনাল ট্রানজিশন অথরিটি (GITA)", যেটি গাজায় সাময়িকভাবে সর্বোচ্চ রাজনৈতিক ও আইনগত কর্তৃত্ব চর্চা...