আজ বিবিসি বাংলার মুখোমুখি হয়ে, দেশের আগামী নির্বাচন প্রসঙ্গ, দলের অবস্থান, জুলাই অভ্যুত্থান প্রসঙ্গ, দলের প্রার্থীদের নমিনেশন, আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া, জামায়াত প্রসঙ্গ, ডাকসু নির্বাচন, নির্বাচনী সরকার নিয়ে সরকার গঠন, খালেদা জিয়ার রাজনীতিতে ফেরা ইত্যাদি বিষয় নিয়ে ২৩টি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি। ১. আমি দ্রুতই দেশে ফিরছি।২. জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড আমি নই, দেশের জনগণ।৩. ৬৩ জন শিশু জুলাই আন্দোলনে শহীদ হয়েছে, দুই হাজারের মতো মানুষ শহীদ হয়েছে, এই আন্দোলনে জিতেছে গণতন্ত্রকামী মানুষ।৪. নির্বাচন যত দ্রুত হবে তত দ্রুত দেশে স্থিতিশীলতা আসবে।৫. জামায়াতের জোটবদ্ধ নির্বাচন নিয়ে চিন্তিত নই, প্রতিযোগিতা থাকতেই পারে।৬. বিগত সময় আমাদের সাথে ৬৪টি রাজনৈতিক দল একসাথে কাজ করেছে, আন্দোলন করেছে, সবাইকে নিয়ে নির্বাচন করব।৭. আগামী নির্বাচনে যারা স্থানীয় সমস্যার সম্পর্কে অবহিত, মানুষের সাথে সম্পৃক্ত তারাই নমিনেশন পাবে।৮. আমি...