অস্ট্রেলিয়ার সিডনি শহরে এক বন্দুকধারীর হামলায় বহু মানুষ আহত হয়েছে। এই ঘটনায় সোমবার (৬ অক্টোবর) ৬০ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তি সিডনির একটি ব্যস্ত রাস্তায় প্রায় ৫০ বার গুলি চালিয়েছে। এতে এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। খবর এএফপির। স্থানীয় সময় রোববার (৫ অক্টোবর) সন্ধ্যায় শহরের ইনার ওয়েস্টে পুলিশের কাছে ফোনকল আসে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্ত বন্দুকধারী তার বাড়ি থেকে রাস্তায় থাকা গাড়ি এবং পুলিশের দিকে এলোমেলোভাবে গুলি চালায়। পুলিশের একটি বিশাল টিম পুরো এলাকা ঘিরে ফেলে এবং রাস্তা অবরুদ্ধ করে। পরবর্তীতে বন্দুকধারীকে গ্রেফতার করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি রাইফেল জব্দ করেছে। জো আজার নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, রাস্তার ওপারে কাজ করার সময় তিনি শুনতে পান যে জানালায় আতশবাজি বা পাথর ছোঁড়া হচ্ছে।...