তিনি রাশিয়ায় জন্ম নেওয়া প্রযুক্তি উদ্যোক্তা। ৪০ বছর বয়সী এই ধনীর নাম পাভেল দুরভ, যিনি রহস্যময় জীবনযাপন, বিতর্কের জন্য পরিচিত। পাভেল দুরভের মোট সম্পদের পরিমাণ ১৭ দশমিক ১ বিলিয়ন ডলার, টাকায় যা ২ লাখ কোটির বেশি। মূলত ক্লাউডভিত্তিক ক্রস–প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং সার্ভিস টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে তিনি এই বিপুল পরিমাণ অর্থের মালিক হয়েছেন। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থান ১৩৭তম। পাভেল দুরভের জন্ম ১৯৮৪ সালের ১০ অক্টোবর রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে। তাঁর বাবা ভ্যালোরি দুরভ। পাভেলের ভাষাতত্ত্ববিদ বাবা ছিলেন পিটার্সবার্গ স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক। রাশিয়ার প্রাচীন ভাষা ও সাহিত্য বিষয়ে পণ্ডিত। পাভেলের মায়ের সম্পর্কে খুব বেশি কিছু জানা যায় না। তবে তিনি দর্শন বিষয়ে শিক্ষকতা করতেন। পুরোদস্তুর শিক্ষক–পরিবারে বড় হয়েছেন পাভেল। তিনি নিজেও পিটার্সবার্গ স্টেট...