নিজস্ব প্রতিবেদক : সিনিয়র সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল বলেছেন, “জনদুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার ঠেকাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা দায়িত্ব ছাড়ার আগে তাদের পাসপোর্ট জব্দ করা জরুরি। এতে পালিয়ে যাওয়া ঠেকানো যাবে, সুষ্ঠু তদন্ত নিশ্চিত হবে এবং জনগণের আস্থাও বজায় থাকবে।” রবিবার (৫ অক্টোবর) নিজের ইউটিউব চ্যানেলে দেওয়া এক বক্তব্যে তিনি এই দাবি জানান। মাসুদ কামাল উল্লেখ করেন, দৈনিক মানবজমিনে প্রকাশিত একটি প্রতিবেদনে উঠে এসেছে, একটি সরকারি সংস্থার শীর্ষ পদে নিয়োগের জন্য ৮০ কোটি টাকার লেনদেনের প্রস্তাব দেওয়া হয়েছিল। এর মধ্যে ৪০ কোটি টাকা যাওয়ার কথা ছিল ‘একটি বিশেষ স্থানে’ এবং বাকি অংশ তৃতীয় পক্ষের হাতে। চাঞ্চল্যকর তথ্য হলো, সেই রিপোর্টে পরোক্ষভাবে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার নামও উঠে এসেছে—যেখানে বর্তমানে অবস্থান করছেন ড. মুহাম্মদ ইউনূস। যদিও প্রতিবেদনে সরাসরি কারও নাম...