এক দশক পর সরকারি ও স্বায়ত্তশাসিত কর্মকর্তা–কর্মচারীদের জন্য গঠিত জাতীয় বেতন কমিশন কাজ শুরু করেছে। আগামী ছয় মাসের মধ্যে নতুন বেতন কাঠামোর সুপারিশ জমা দেওয়ার কথা রয়েছে কমিশনের। বর্তমানে সাধারণ নাগরিক, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের মতামত নিচ্ছে কমিশন। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত উন্মুক্তভাবে মতামত দেওয়া যাবে। এরপর বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। নতুন স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে আশার পাশাপাশি কৌতূহলও বেড়েছে—কতটা বাড়বে বেতন? কমিশনের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “দীর্ঘ ১০ বছরে মূল্যস্ফীতি অনেক বেড়েছে। এখন মানুষের প্রত্যাশাও বেশি। তাই আমরা এমন সুপারিশ দিতে চাই, যা দেখে মানুষ খুশি হবে।” সূত্র জানায়, বর্তমান স্কেলের বেতন দ্বিগুণ করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। সেক্ষেত্রে সর্বোচ্চ মূল বেতন দাঁড়াতে পারে ১ লাখ ৫৬ হাজার টাকা (১ম গ্রেড) এবং...