মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অধীনে হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে-এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও হামাস তা অস্বীকার করেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে। আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র সমর্পণে সম্মত হওয়ার বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদকে ‘বানোয়াট’ বলে দাবি করেছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস। রবিবার (৫ অক্টোবর) এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে বার্তা সংস্থা আনাদোলু। সংস্থাটি জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত গাজা শান্তি পরিকল্পনার অধীনে হামাস অস্ত্র সমর্পণে রাজি হয়েছে-এমন খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও হামাস তা অস্বীকার করেছে। কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছিল, হামাস আন্তর্জাতিক তত্ত্বাবধানে ফিলিস্তিনি-মিশরীয় প্রশাসনের কাছে অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে। হামাসের জ্যেষ্ঠ নেতা মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, “যুদ্ধবিরতি আলোচনার দিকনির্দেশনা এবং অস্ত্র সমর্পণের বিষয়ে...