০৬ অক্টোবর ২০২৫, ১০:০৪ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:০৭ এএম ফিলিস্তিনের গাজা উপত্যকার জন্য ত্রাণ ও মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করা ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশনের অভিযাত্রীদের মধ্যে গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জনকে গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। এই পদক্ষেপ আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং মানবাধিকার সংগঠনগুলোর নজর কাড়ছে, কারণ অভিযাত্রীদের মধ্যে অনেকেই সুপরিচিত পরিবেশ ও মানবাধিকার কর্মী। গত ৩১ আগস্ট স্পেনের বন্দর থেকে যাত্রা শুরু করে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ মিশন। মিশনের মূল লক্ষ্য ছিল গাজার যুদ্ধবিধ্বস্ত উপত্যকার বাসিন্দাদের জন্য খাদ্য ও ওষুধ পৌঁছে দেওয়া। অভিযানে ৪৩টি নৌযান অংশ নেন, যেখানে ৪৪টি দেশের প্রায় ৫০০ জন নাগরিক—সাংসদ, আইনজীবী, রাজনৈতিক কর্মী ও স্বেচ্ছাসেবী—অংশগ্রহণ করেন। সুইডেনের পরিবেশ আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ, দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলাসহ আন্তর্জাতিক পরিচিত অনেকেই...