০৬ অক্টোবর ২০২৫, ১০:২৯ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ১০:৩২ এএম ভারতের রাজস্থানের জয়পুরে সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ছয় রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। রোববার (৫ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। কীভাবে এ আগুন লাগে, তা নিশ্চিত নয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দমকলের দুই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাসপাতালের ট্রমা কেয়ারের ইনচার্জ চিকিৎসক অনুরাগ ধাকড় জানান, অগ্নিকাণ্ডের সময় নিউরো আইসিইউ বিভাগে ১১ জন রোগী ছিলেন। ট্রমা কেয়ারের একটি গুদামঘর থেকে আগুন শুরু হয়ে দ্রুত আইসিইউতে ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ছয় রোগীর মৃত্যু হয়-চারজন পুরুষ ও দুইজন নারী। বাকিদের নিরাপদে সরিয়ে অন্যত্র চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডে নিহতরা হলেন সিকরের বাসিন্দা পিন্টু, জয়পুরের দিলীপ,...