নিজস্ব প্রতিবেদক : সাগরের তলদেশে মিলেছে কয়েক শতাব্দী আগের এক বিশাল গুপ্তধনের খোঁজ! যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলবর্তী বিখ্যাত ‘ট্রেজার কোস্ট’ এলাকায় ডুবে থাকা একটি প্রাচীন জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে এক হাজারেরও বেশি স্বর্ণ ও রৌপ্যমুদ্রা। উদ্ধারকৃত ধনসম্পদের বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই মুদ্রাগুলো ১৭১৫ সালে স্পেনগামী একটি বহরের অংশ ছিল। সেসময় বলিভিয়া, মেক্সিকো ও পেরুর স্প্যানিশ উপনিবেশ থেকে গুপ্তধন বোঝাই করে যাত্রা শুরু করেছিল ১১টি জাহাজ। কিন্তু ঝড়ের কবলে পড়ে সেগুলো সাগরে ডুবে যায়। সেই সময় থেকেই এই গুপ্তধন ছিল সমুদ্রের অতল গহ্বরে লুকিয়ে। উদ্ধারকারী প্রতিষ্ঠান কুইন জুয়েলস জানায়, তাদের ডুবুরিরা উচ্চপ্রযুক্তির ধাতু শনাক্তকারী যন্ত্র ব্যবহার করে ধীরে ধীরে মুদ্রাগুলো তুলে আনেন। প্রতিষ্ঠানটির কর্মকর্তা স্যাল গুটোসো বলেন,“এটা শুধুই সোনা বা রূপা নয়, এটি...