প্রতি বছর বোরো মৌসুমে দেশের উদ্ধৃত খাদ্যশস্য উৎপাদনের অতি উর্বর তিন ফসলী জমির জেলা কুষ্টিয়ার ৬টি উপজেলায় প্রায় ৩০ হাজার হেক্টর কৃষি জমিকে গ্রাস করে বিষবৃক্ষ তামাক চাষে। ফলে এই মৌসুমে প্রায় ২ লাখ মে. টন খাদ্যশস্য উৎপাদন ব্যাহতের সঙ্গে পরিবেশ, মাটি ও জনস্বাস্থ্য দূষণের যে আর্থিক ক্ষতি হয় তা এখাত থেকে প্রাপ্ত সরকারের রাজস্বের তুলনায় শতগুণ বেশি। বিএটি সহ ৬টি তামাক কোম্পানি নানা কায়দা কানুনে প্রলোভনের জালে আটকে জেলার প্রায় ২৫ হাজার কৃষকদের তামাক চাষে বাধ্য করে থাকে। প্রায় ৬ দশক ধরে কোম্পানিগুলি তামাক চাষকে নগদে অধিক লাভের প্রলোভন দেখিয়ে চাষিদের মজ্জায় ঢুকিয়ে আচ্ছন্ন করে রেখেছে। অথচ তামাক চাষকে অলাভ জনক, মাটি দূষণ ও স্বাস্থ্যহানির কারণ জেনেও চাষিরা আটকে আছে নগদ টাকার প্রলোভন বৃত্তে। সে কারণে তামাক চাষের ঘূর্ণিপাক...