দ্রুত গাজা শান্তি আলোচনা এগিয়ে নিতে মধ্যস্থতাকারীদের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার মিশরে হামাস ও ইসরায়েলের মধ্যে পরোক্ষ শান্তি আলোচনা শুরু হওয়ার কথা। মধ্যস্থতাকারীরা একত্রিত হলে গাজা যুদ্ধের অবসানের প্রচেষ্টায় জড়িত সবাইকে দ্রুত আলোচনা এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর বিবিসির। হামাস ২০ দফা মার্কিন শান্তি পরিকল্পনার কিছু অংশে সম্মত হওয়ার পর এই আলোচনা শুরু হচ্ছে। এর মধ্যে জিম্মিদের মুক্তি এবং ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের কাছে গাজার শাসনব্যবস্থা হস্তান্তর অন্তর্ভুক্ত। তবে অন্যান্য বিষয় নিয়ে আলোচনার চেষ্টা করছে। হামাসের প্রতিক্রিয়ায় তাদের যোদ্ধাদের নিরস্ত্রীকরণ এবং গাজার শাসনব্যবস্থায় ভবিষ্যতে কোনো ভূমিকা পালন না করার মূল দাবিগুলো উল্লেখ করা হয়নি। আলোচনা খুব সফল হয়েছে বলে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন, আমাকে বলা হয়েছে যে প্রথম পর্যায় এই সপ্তাহে সম্পন্ন করা উচিত এবং...