আফগানদের বিপক্ষে টানা তৃতীয় জয়ে হোয়াইটওয়াশ নিশ্চিত করল বাংলাদেশ। শারজাহতে অনুষ্ঠিত সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ব্যাটে-বলে দাপুটে নৈপুণ্যে ৬ উইকেটের জয় তুলে নেয় জাকের আলীর দল। পুরো সিরিজ জুড়েই আধিপত্য দেখানো বাংলাদেশ শেষ ম্যাচেও আফগানদের কোনো সুযোগ দেয়নি।লক্ষ্য ছিল ১৪৪ রানের। তাড়া করতে নেমে শুরুটা সাবধানী হলেও, শেষটা রীতিমতো বিস্ফোরক করেন সাইফ হাসান। তিনি খেলেন ৩৮ বলে অপরাজিত ৬৪ রানের ইনিংস, যেখানে ছিল ৭টি দৃষ্টিনন্দন ছক্কা। শেষদিকে একার ঝড়ে ম্যাচের গতি ঘুরিয়ে দেন এই ডানহাতি ব্যাটার। শুরুতে অবশ্য আফগান বোলারদের কিছুটা চাপে পড়ে টাইগাররা। উদ্বোধনী ব্যাটসম্যান পারভেজ ইমনের ইনিংস থামে ১৬ বলে ১৪ রানে। মিড-অফে রশিদের হাতে ধরা পড়ে ফিরতে হয় তাকে। এরপর তানজিদ হাসানের সঙ্গে ৫৫ রানের কার্যকর জুটি গড়েন সাইফ। তানজিদ ৩৩ রান করে আউট হন আহমেদজাইয়ের বলে।...