চলতি সপ্তাহেই সংকটাপন্ন পাঁচটি ইসলামী ব্যাংকের জন্য প্রশাসক নিয়োগ দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংককে রাষ্ট্রীয় মালিকানাধীন নতুন শরিয়াহভিত্তিক ব্যাংকে একীভূত করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ–২০২৫’ এর আওতায় ব্যাংক খাত সংস্কারের অংশ হিসেবে এই একীভূতকরণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার এই অধ্যাদেশ জারি করে ব্যাংক খাতে একত্রীকরণ ও অধিগ্রহণের আইনি কাঠামো তৈরি করেছে। প্রশাসক নিয়োগের পর সংশ্লিষ্ট পাঁচ ব্যাংকের পরিচালনা পর্ষদ বিলুপ্ত হবে এবং তাদের একীভূত করার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হবে বলে জানা গেছে। রাজধানীর মতিঝিলে সেনাকল্যাণ ভবনের ১৭ তলায় ২ হাজার ৩৩৬ বর্গফুটের একটি অফিস বরাদ্দ দেওয়া হয়েছে, যেখান থেকে নতুন রাষ্ট্রীয় ইসলামী ব্যাংক ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক পিএলসি’ বা ‘ইউনাইটেড ইসলামী ব্যাংক অব বাংলাদেশ পিএলসি’ গঠনের কাজ পরিচালিত...