জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ মনিটাইজেশনে নতুন নিয়ম চালু করেছে মেটা। সর্বশেষ আপডেটে জানানো হয়েছে, এখন থেকে আয়ের জন্য পেজগুলোকেদুটি বাধ্যতামূলক শর্তপূরণ করতে হবে। নিয়ম না মানলে কোনোভাবেই ভিডিও বা কনটেন্ট থেকে ইনকাম করা যাবে না। 🔹প্রথম শর্ত:পেজে অবশ্যইমূল (original)কনটেন্ট থাকতে হবে। অন্যের ভিডিও, ছবি বা ক্লিপ ব্যবহার করে বানানো কনটেন্ট আর মনিটাইজেশনের আওতায় আসবে না। ফেসবুক এখন অটোমেটেড সিস্টেমের মাধ্যমে কনটেন্টের উৎস ও মৌলিকতা যাচাই করছে। 🔹দ্বিতীয় শর্ত:পেজে থাকতে হবেসক্রিয় ও নিয়মিত দর্শকসংখ্যা। অর্থাৎ, অন্তত গত ৯০ দিনের মধ্যে নির্দিষ্ট পরিমাণ ভিডিও ভিউ, ফলোয়ার এনগেজমেন্ট এবং পোস্ট অ্যাকটিভিটি থাকতে হবে। নিষ্ক্রিয় বা কম অংশগ্রহণমূলক পেজ আর বিজ্ঞাপন আয়ের সুযোগ পাবে না। নতুন এই নীতিমালার মাধ্যমে মেটা চায়, শুধু মানসম্মত ও...