মালয়েশিয়ার রাজধানী পুত্রাজায়ায় তিন দিনের সরকারি সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফকে সোমবার রাষ্ট্রীয় সংবর্ধনা দেওয়া হয়েছে। স্থানীয় সময় সকাল ১০টায় পুত্রাজায়ার পার্দানা পুত্রা কমপ্লেক্সে প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ব্যক্তিগতভাবে শেহবাজ শরিফকে স্বাগত জানান। এ সময় প্রথম ব্যাটালিয়ন রয়্যাল মালয় রেজিমেন্টের তিন কর্মকর্তা ও ১০৩ জন সদস্যের একটি গার্ড অব অনার পরিদর্শন করেন সফররত প্রধানমন্ত্রী। পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরিফ তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়ায় রোববার দিবাগত রাত ৯টা ৪৬ মিনিটে তার বিশেষ ফ্লাইটটি কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের কমপ্লেক্স বুংগা রায়ায় অবতরণ করে। এ সময় মালয়েশিয়ার যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান। শেহবাজ শরিফকে প্রদান করা হয় গার্ড অব অনার। অনুষ্ঠানে উপপ্রধানমন্ত্রী দাতুক সেরি ড. আহমদ জাহিদ হামিদি, মন্ত্রিসভার কয়েকজন সদস্য, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং দুই দেশের...