ভারতের জয়পুর শহরে রাজ্য পরিচালিত সওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে লাগা আগুনে আট রোগী মারা গেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, রোববার রাতে সেন্টারটির স্টোরেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়। যারা মারা গেছেন তারা সবাই সঙ্কটজনক অবস্থায় থাকা রোগী ছিলেন। ট্রমা সেন্টারের দায়িত্বে থাকা ডাঃ অনুরাগ ঢাক জানিয়েছেন, এ সময় সেন্টারের নিউরো আইসিইউতে ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। একটি শর্টস সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আগুন লাগার পর হাসপাতাল ভবনজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। আগুন থেকে সৃষ্ট ধোঁয়া দ্রুত বিভিন্ন তলায় ছড়িয়ে পড়তে থাকে, এতে রোগী ও তাদের সঙ্গে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। আগুনে হাসপাতালের ওই স্টোরেজে রাখা বিভিন্ন নথি, আইসিইউ উপকরণ, রক্তের নমুনার টিউব ও অন্যান্য বস্তু পুড়ে যায়। হাসপাতালাটির কর্মীরা ও...