০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৮ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১৯ এএম চীনের হুনান প্রদেশে এক চমকপ্রদ ড্রোন লাইট শো মুহূর্তেই আতঙ্কে পরিণত হয়, যখন আকাশে উড়ন্ত কয়েকটি ড্রোন হঠাৎ বিকল হয়ে আগুন ধরে যায়। আগুনের স্ফুলিঙ্গ ও ধ্বংসাবশেষ নিচে দর্শকদের ভিড়ের ওপর পড়তে শুরু করলে মুহূর্তেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটে গত ২ অক্টোবর রাতে, হুনান প্রদেশের লিউইয়াং শহরের স্কাই থিয়েটারে, যেখানে ৩ডি (3D) ভিজ্যুয়াল লাইট শো এর আয়োজন করা হয়েছিল। প্রদর্শনটির নাম ছিল “অক্টোবর: দ্য সাউন্ড অব ব্লুমিং ফ্লাওয়ারস”, যা মূলত ড্রোন ও আতশবাজির মিশ্রণে আকাশজুড়ে ফুল ফোটার মতো আলোর দৃশ্য তৈরি করার পরিকল্পনায় সাজানো হয়েছিল। কিন্তু প্রত্যাশিত সৌন্দর্যের পরিবর্তে রাতের আকাশে হঠাৎ আগুনের গোলা দেখা দিলে দর্শকরা প্রাণ নিয়ে দৌড়াতে শুরু করেন। সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা...