০৬ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১১ এএম মধ্যম থেকে বৃহৎ আকারের অফিসে এক সাধারণ সমস্যা হলো অদ্ভুত ও অপছন্দনীয় দুর্গন্ধের উপস্থিতি। একটি পেশাদার কর্মক্ষেত্রে দুর্গন্ধ থাকা শুধু স্বাস্থ্যঝুঁকি তৈরি করে না, কর্মীদের মনোবল, উৎপাদনশীলতা ও মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, পাশাপাশি অফিসে প্রবেশকারী ক্লায়েন্টদের প্রথম ছাপও খারাপ হতে পারে। তাহলে প্রশ্ন হলো—সেসব দুর্গন্ধ কোথা থেকে আসে এবং কীভাবে আমরা সেগুলি সঠিকভাবে দূর করতে পারি? এই নিবন্ধে আমরা অফিসে অপ্রিয় গন্ধের উৎস, সেগুলি কীভাবে মুছতে হবে এবং কেন এটি স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়াতে পারে — এসব বিষয় গভীরভাবে আলোচনা করব। অপ্রিয় গন্ধ দূর করার প্রথম ধাপ হলো সেসব গন্ধের উৎস সনাক্ত করা এবং মূলে নিরাময় করা। নিচে অফিস পরিবেশে গন্ধের সম্ভাব্য সাধারণ উৎসগুলোর কথা দেওয়া হলো:...