ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি প্রায়শই খবরের শিরোনাম হন। অভিনয় জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলে ব্যাপক আলোচনা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে হাজির হয়ে নিজের প্রেম ও বিয়ে সংক্রান্ত বিভিন্ন গুঞ্জন নিয়ে অকপটে কথা বলেন তিনি। অনুষ্ঠানে সঞ্চালক রুম্মান রশীদ খান পরীমণির কাছে তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন। সঞ্চালকের করা ‘এই মুহূর্তে তুমি কি সিঙ্গেল?’ এই প্রশ্নের জবাবে পরীমণি বলেন, ‘না।’ এরপর কারও সঙ্গে সম্পর্কে আছেন কিনা জানতে চাইলে তিনি উত্তর দেন, ‘জানি না।’ আরও বলেন, ‘শোনেন, আমি যদি নিজেকে সিঙ্গেল বলি, কেউ বিশ্বাস করবে না। আমি নিজেই বিশ্বাস করি না। আমার সামহাউ সারাক্ষণ প্রেম প্রেম ফিল হয় এবং এটা থাকা ভালো।’ পরীমণি কতবার বিয়ে করেছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একবার।’ সঞ্চালক তখন শরীফুল রাজের কথা...