এই প্রজন্মই প্রথম যাদের বেড়ে ওঠা হয়েছে একেবারে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায়। উন্নত কিংবা উন্নয়নশীল—সব সমাজেই জেন-জিরা প্রচলিত রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক কাঠামোকে নাড়িয়ে দিচ্ছে। ডিজিটাল যুগে জন্ম নেওয়া তরুণ প্রজন্ম ‘জেনারেশন জেড’ বা ‘জেন-জি’ আজ বিশ্বের বহু দেশে নানাভাবে প্রতিবাদ আর বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে। সামাজিক বৈষম্য, দুর্নীতি, স্বাস্থ্য ও শিক্ষাখাতের অব্যবস্থাপনা এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মতো নানা কারণে এদের ক্ষোভ শাসকগোষ্ঠীর বিরুদ্ধে ছড়িয়ে পড়ছে। নিজেদের ভবিষ্যৎ ও অধিকার রক্ষার দাবিতে মরক্কো থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত নানা দেশে তরুণরা রাস্তায় নেমেছেন। আর এ ভয়ে পাল্লাচ্ছে স্বৈারাচার শাসকরা। একের পর এক মসনদ কাঁপিয়ে দিচ্ছে জেন-জিরা। এই প্রজন্মই প্রথম যাদের বেড়ে ওঠা হয়েছে একেবারে ইন্টারনেট ও ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায়। উন্নত কিংবা উন্নয়নশীল—সব সমাজেই জেন-জিরা প্রচলিত রাজনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক কাঠামোকে নাড়িয়ে...