সিরিজ জয় আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। শারজায় গতকাল টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটা জাকের আলী অনিকদের জন্য ছিল হোয়াইটওয়াশ করার মিশন। আর সে মিশন সফলভাবেই সম্পন্ন করেছেন ফিল সিমন্সের শিষ্যরা। শারজায় আগে ব্যাটিং করে বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল আফগানিস্তান। রান তাড়ায় সাইফ হাসানের দুর্দান্ত ব্যাটিংয়ে (৩৮ বলে অপরাজিত ৬৪ রান) ভর করে ইনিংসের ১২ বল ও ৬ উইকেট হাতে রেখে ম্যাচটা জিতে নিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে সিরিজটাও ৩-০ ব্যবধানে জিতলেন জাকের-সাইফরা। টি-টোয়েন্টিতে এর আগে শুধু আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাইয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার সে অভিজ্ঞতায় যুক্ত হলো আফগানিস্তানের নাম। গতকালের ম্যাচটা যে বাংলাদেশ জিততে যাচ্ছে, সেটা অনুমান করা গিয়েছিল প্রথম ইনিংসের শেষেই। সিরিজের আগের দুই ম্যাচেও আগে ব্যাটিং করে যথাক্রমে ১৫১ ও ১৪৭ রান তুলেছিল আফগানরা।...