বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের আগের দিন বিসিবি ভবনের দোতলা থেকে যখন নিচে নামলেন সভাপতি প্রার্থী আমিনুল ইসলাম তখন উপস্থিত সংবাদকর্মীদের মধ্যে দেখা গেল তৎপরতা। অনেকেই ধারণা করেননি যে, সাম্প্রতিক সময়ে নির্বাচন ইস্যুতে নীরব থাকা বর্তমান সভাপতি নির্বাচনের আগের দিন হঠাৎ মুখ খুলবেন। নির্বাচন নিয়ে এত ঝড়ঝাপ্টা তাকে স্পর্শ করতে পারেনি। সেই তিনিই কাল জানালেন, নির্বাচনি ইস্যু নয়, এটি আসলে বিদায়ি বোর্ডের শেষ দিনের আনুষ্ঠানিক মুখোমুখি হওয়া। আমিনুল বলেন, ‘আমাদের এ কমিটির মেয়াদের শেষ দিন আজ (রোববার)। এজন্যই আপনাদের মুখোমুখি হয়েছি।’ তার সঙ্গে ছিলেন বিসিবির আরেক পরিচালক নাজমুল আবেদীন ফাহিম। সংবাদমাধ্যমের সামনে এসে চার মাসের সংক্ষিপ্ত সময়ের সাফল্য তুলে ধরলেন সাবেক এই অধিনায়ক। প্রায় চার মাস আগে হঠাৎ করেই বোর্ড সভাপতির দায়িত্ব পেয়েছিলেন আমিনুল। তিনি বলেন, ‘এই স্বল্পসময়েই বোর্ড কিছু...