নিজস্ব প্রতিবেদক : ইসরায়েল কর্তৃক গাজামুখী ফ্লোটিলা থেকে আটক ফরাসি চার বামপন্থী এমপি অনশন শুরু করেছেন বলে জানিয়েছে তাঁদের দল ফ্রান্স আনবাউড। আটক নেতারা মানবিক সহায়তা পৌঁছানোর মিশনে অংশ নিতে গিয়েছিলেন। দলের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় সংসদের দুই সদস্য ফ্রাঁসোয়া পিকেমাল ও মারি মেসম্যর, এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রিমা হাসান ও এমা ফুরো বর্তমানে কঠিন অবস্থা মোকাবিলা করছেন। ইউরোপীয় এমপি ম্যানন ওব্রি ফরাসি রেডিওকে জানান, তাঁদেরকে গাদাগাদি করে সেলে রাখা হয়েছে, যেখানে ১০ জনের বেশি মানুষ এবং পানি পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ওব্রি বলেন, "এখনই ফ্রান্সের জন্য পদক্ষেপ নেওয়ার সময়।" ফ্রান্স আনবাউড দাবি করেছে, ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানাতে এমপিরা স্বেচ্ছায় অনশন শুরু করেছেন। দলটির নেতা জঁ-লুক মেলঁশো ফরাসি সরকারের নিষ্ক্রিয়তার নিন্দা করেছেন এবং দ্রুত নাগরিকদের ফিরিয়ে আনার দাবি...