সবুজ এবং আরো টেকসই বাংলাদেশ গড়ে তোলার আহবান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের প্রতিটি অঞ্চলের উন্নতি নিশ্চিত করতে এবং জনগণের প্রকৃত মঙ্গলের জন্য ঢাকাকেন্দ্রিক প্রবৃদ্ধির বদলে আধুনিক ও সুপরিকল্পিত শহর গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। আজ সোমবার (৬ অক্টোবর) বিশ্ব বসতি দিবস। এর প্রাক্কালে গতকাল রবিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও এক্সে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশবাসীর উদ্দেশে বলেন, ‘আমি অঙ্গীকার করছি, বিএনপি সরকার আমাদের আবাসস্থল রক্ষা করবে এবং আমাদের ভবিষ্যৎ রক্ষা করবে। আসুন একসঙ্গে, একটি সবুজ, আরো টেকসই বাংলাদেশ গড়ে তুলি। ’ তারেক রহমান বলেন, ‘একটি বাড়ি একটি মৌলিক মানবাধিকার। আমাদের সবারই এমন একটি বাড়ি প্রাপ্য যা নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সুরক্ষিত। আমাদের গ্রামাঞ্চল, শহর, নদী, বন, সবই একই আবাসস্থল এবং একসঙ্গে তারা আমাদের ভবিষ্যৎ গঠন করে।...