বেগমপাড়া বলতে বোঝানো হয়—বাংলাদেশি প্রভাবশালী ব্যক্তি বা কর্মকর্তাদের পরিবার (বিশেষ করে স্ত্রী-সন্তান) যারা কানাডার বিভিন্ন শহরে স্থায়ীভাবে বসবাস করছেন, অনেক সময়ই অবৈধ অর্থপাচার করে সম্পদ গড়ে। এসব পরিবার মুলত টরন্টো, মন্ট্রিল ও অটোয়ায় বসবাস করে থাকেন। ২০২০ সালের ১৮ নভেম্বর, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) এক অনুষ্ঠানে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন—“কানাডায় অনুসন্ধান করেছি। দেখেছি, রাজনীতিবিদের সংখ্যা খুব কম, মাত্র চারজন। বরং সবচেয়ে বেশি সম্পদ গড়েছে সরকারি কর্মকর্তা ও আমলারা।” এ মন্তব্যের পরই পুরো বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে তোলপাড় শুরু হয়। দুর্নীতির অভিযোগের ভিত্তিতে ২০২০ সালের নভেম্বরে দুর্নীতি দমন কমিশন (দুদক) সরকারের কাছে বিদেশে অর্থপাচারকারীদের তালিকা চায়। তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়, সিআইডি ও এনবিআর কাজ করছে। হাইকোর্টও তৎপর হয়—২০২০ সালের ডিসেম্বরের মধ্যে...