নিজস্ব প্রতিবেদক : দেশের বেসরকারি খাতের প্রথম প্রজন্মের ব্যাংকগুলোর একটি ন্যাশনাল ব্যাংক দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুঃশাসনের কারণে আর্থিকভাবে বিপর্যস্ত। প্রায় দেড় দশক ধরে এই ব্যাংকটি শিকদার পরিবারের নিয়ন্ত্রণে ছিল। এই সময়ে প্রতিষ্ঠানটি নানা বেনামি ঋণ, রাজনৈতিক হস্তক্ষেপ এবং পরিচালনা পর্ষদের দুর্নীতির কারণে একেবারে মুখ থুবড়ে পড়ে। শিকদার পরিবারের দেশত্যাগ ও সরকারের পরিবর্তনের পর ব্যাংকটি তাদের নিয়ন্ত্রণমুক্ত হলেও আর্থিক অবস্থার উন্নতির পরিবর্তে আরো নাজুক হয়ে উঠেছে। ২০২৪ সালের ২০ আগস্ট ব্যাংকটির নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ব্যবসায়ী ও বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু। নতুন নেতৃত্বে ব্যাংক ঘুরে দাঁড়াবে— এমন প্রত্যাশা থাকলেও বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যায়নি। বরং ব্যাংকটির আমানত, ঋণ আদায়, মূলধন ও তারল্য পরিস্থিতি আরও অবনতির দিকে যাচ্ছে। গত ৯ মাসে ব্যাংকটির আমানত কমেছে প্রায়...