গত সোমবার গাজায় চলমান যুদ্ধ বন্ধে ২০ দফা যুদ্ধবিরতির প্রস্তাব দেন ট্রাম্প। শুক্রবার হামাস শর্তসাপেক্ষে প্রস্তাবটি গ্রহণের ঘোষণা দেয়। পরে ট্রাম্প বলেন, “হামাসও শান্তি চায়। এখন শুধু ইসরায়েলের সম্মতি প্রয়োজন।” তবে ট্রাম্প-ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানায়, হামাসের জবাবের পর নেতানিয়াহুকে ফোন করেন ট্রাম্প। ফোনে নেতানিয়াহু বলেন,“হামাসের প্রতিক্রিয়া ইতিবাচক নয়, বরং তারা প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।” এই মন্তব্যে ট্রাম্প ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং নেতানিয়াহুকে ধমক দেন। এক মার্কিন কর্মকর্তা নিশ্চিত করেছেন, গাজার যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুকে চাপ দিয়ে যাচ্ছেন ট্রাম্প। তিনি নেতানিয়াহুকে বোঝাতে চান—হামাস যদি যুদ্ধবিরতি চুক্তি করতে চায়, তাহলে ইসরায়েলেরও তা মেনে নেওয়া উচিত। হামাস জানায়, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং যুদ্ধ বন্ধের বিনিময়ে তারা...