বাংলাদেশের অর্থনীতির প্রাণকেন্দ্র হচ্ছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাত বা এসএমই সেক্টর। এ খাত দেশের মোট কর্মসংস্থানের একটি বড় অংশ তৈরি করে এবং শিল্পোন্নয়নের ভিত্তি হিসেবে কাজ করে। বলা যায়, দেশের অর্থনীতি যে বহুমাত্রিক কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে, তার অন্যতম স্তম্ভ হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাত। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম, দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এ খাত কেবল পণ্য উৎপাদনই করছে না, বরং কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য নিরসন এবং গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ব্যাপক ভূমিকা রাখছে। আরও সহজ করে বললে, এসএমই খাত আমাদের অর্থনীতির মেরুদণ্ড। কারণ, এই খাতে প্রায় ১ কোটিরও বেশি ক্ষুদ্র, কুটির, অতিক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান রয়েছে এবং প্রায় ৩ কোটির বেশি মানুষ এ খাতের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত। ২০২৩ সালের তথ্য অনুযায়ী, এসএমই খাত...