সেপ্টেম্বরে নেতিবাচক প্রবৃদ্ধি থাকা সত্ত্বেও চলতি ২০২৫‑২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই–সেপ্টেম্বর) বাংলাদেশের রপ্তানি আয় পৌঁছেছে ১২.৩১ বিলিয়ন ডলারে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৫.৬৫ শতাংশ বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই–সেপ্টেম্বর সময়ে রপ্তানি আয় ছিলো ১১.৬৫ বিলিয়ন ডলার। বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকট, সরবরাহ শৃঙ্খল বিঘ্ন ও মুদ্রাস্ফীতি প্রবণতা—এসব কারণে ২০২২ ও ২০২৩ অর্থবছরে রপ্তানি কমেছিলো। এরপর ২০২৪ অর্থবছর থেকে রপ্তানি ধাপে ধাপে পুনরুদ্ধার পায়। যা ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই সেপ্টেম্বরে আরও দৃঢ় হয়েছে। নিয়মিত পরিসংখ্যান দেখাচ্ছে, বিদেশি বাজারে বাংলাদেশের পণ্যের চাহিদা বাড়ছে। বিশেষ করে তৈরি পোশাকখাতে। রপ্তানির এই পুনরুদ্ধারে অবদান রাখছে উন্নত বাণিজ্য লজিস্টিকস, নীতি সহযোগিতা ও পণ্যের বৈচিত্র্যকরণ। বর্তমান প্রবণতা চলতে থাকলে, বাংলাদেশ চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ছুঁয়ে যেতে পারে বা তা ছাড়িয়ে যেতে সক্ষম...