ইউক্রেনকে দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করা হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কঠোর হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ মস্কো-ওয়াশিংটন সম্পর্ক পুরোপুরি ধ্বংসের দিকে নিয়ে যাবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে এই খবর জানিয়েছে। রবিবার (৫ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় পুতিন এই হুঁশিয়ারি দেন। পুতিন স্পষ্ট করে বলেন, রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলায় ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র দিলে তা উভয় দেশের সম্পর্ককে অস্থিতিশীল করবে। "উদ্বেগের বিষয় হচ্ছে—ইউক্রেনে নতুন অস্ত্র ব্যবস্থা সরবরাহের বিষয়ে আলোচনা হচ্ছে। যার মধ্যে রয়েছে 'টমাহক'-এর মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপ আমাদের সম্পর্ক নষ্ট করবে। এই সম্পর্কের মধ্যে যে ইতিবাচক সম্ভাবনা ছিল সেটিও শেষ হয়ে যাবে।" ক্রেমলিন পর্যন্ত নাগাল, উত্তেজনা তুঙ্গেপুতিনের এই হুঁশিয়ারি এমন...