বাংলাদেশে অ্যানথ্রাক্স (Anthrax) রোগটি একটি উল্লেখযোগ্য জনস্বাস্থ্য সমস্যা হিসেবে অনেক আগে থেকেই পরিচিত। এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস (Bacillus anthracis) নামক ব্যাকটেরিয়া ঘটিত রোগ যা মূলত গবাদিপশুকে (গরু, ছাগল, ভেড়া এবং মহিষ) আক্রান্ত করে। তবে মানুষও এই রোগে আক্রান্ত হতে পারে। বাংলাদেশে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব নতুন নয়। ১৯৫০-এর দশক থেকে এই রোগের উপস্থিতি পরিলক্ষিত হয়। বিশেষত ২০০৯ থেকে ২০১০ সালের দিকে পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া এবং মানিকগঞ্জ জেলায় এর ব্যাপক প্রাদুর্ভাব দেখা যায়। সেই সময়ে গবাদিপশু এবং মানুষ উভয়ই বেশি সংখ্যক আক্রান্ত হয়েছিল যা তখন জনমনে অত্যন্ত ভীতি সৃষ্টি করেছিল। এরপর থেকে সরকার এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এই রোগ নিয়ন্ত্রণে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। বর্তমানে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে আছে, তবে এটি সম্পূর্ণ নির্মূল হয়নি। প্রতি বছর বিশেষত বর্ষাকালে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে যখন...