০৬ অক্টোবর ২০২৫, ০৯:০৫ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:১২ এএম বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টের প্রত্যন্ত তিব্বত অংশের ঢালে ভয়াবহ তুষারঝড় কবলিত হয়ে প্রায় এক হাজার মানুষ আটকা পড়ার পর তাদের কয়েক শ জনকে উদ্ধার করা হয়েছে। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে। পর্বতটির পূর্ব ঢালের কাছে অবস্থিত ক্যাম্পগুলোতে হাজারখানেক মানুষ আটকা পড়েছিলেন। গত শুক্রবার রাত থেকে শুরু হওয়া প্রবল তুষারপাত শনিবার সারাদিন অব্যাহত ছিল। এতে ৪ হাজার ৯০০ মিটার উচ্চতায় অবস্থিত এলাকাটির পথ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। স্থানীয় পর্যটক, কর্মী ও পর্বতারোহী মিলিয়ে প্রায় এক হাজার মানুষ সেখানে আটকা পড়েন। শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মীকে রাস্তা থেকে বরফ সরানোর কাজে নিয়োজিত করা হয়, যাতে আটকা পড়াদের কাছে পৌঁছানো যায়। চীনা গণমাধ্যম কয়েকজন পর্যটককে উদ্ধার করার কথা...