০৬ অক্টোবর ২০২৫, ০৯:৪১ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৪৬ এএম রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আবারও তীব্র উত্তেজনায় পৌঁছেছে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অস্ত্র সরবরাহ পরিকল্পনা এবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ক্ষুব্ধ করে তুলেছে। তিনি স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন— যদি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র সরবরাহ করে, তবে মস্কো ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুরোপুরি ছিন্ন করবে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (৫ অক্টোবর) রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে দেওয়া এক ভিডিওবার্তায় পুতিন এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। যুক্তরাষ্ট্রের আলোচ্য নতুন সহায়তার বিষয়টি হলো— দূরপাল্লার টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা ইউক্রেনকে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা দিতে পারে। পুতিনের মতে, এই উদ্যোগ কেবল যুদ্ধের পরিসর বাড়াবে না, বরং রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক “সম্পূর্ণ ধ্বংসের” পথে নিয়ে যাবে। ভিডিওবার্তায় পুতিন বলেন, “উদ্বেগের বিষয়...