০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫০ এএম | আপডেট: ০৬ অক্টোবর ২০২৫, ০৯:৫১ এএম গাজায় চলমান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মিসরে অবস্থানরত হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের উদ্দেশে বলেছেন, গাজায় যুদ্ধবিরতি ও বন্দিমুক্তির জন্য আলোচনাগুলো যেন দ্রুত অগ্রসর হয়। ট্রাম্পের এই আহ্বান এমন এক সময় এসেছে, যখন গাজার মানবিক সংকট দিন দিন ভয়াবহ হয়ে উঠছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় একটি স্থায়ী যুদ্ধবিরতির দাবি তুলছে। রোববার (৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি জানান, হামাসের সঙ্গে তার সরকারের ইতিবাচক আলোচনা হয়েছে, যার লক্ষ্য গাজায় যুদ্ধ বন্ধ করা এবং জিম্মিদের মুক্তি নিশ্চিত করা। ট্রাম্প বলেন, চলমান আলোচনাগুলো এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে রয়েছে এবং সব পক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে...