ভারতের রাজস্থানের জয়পুরে রাষ্ট্রীয় পরিচালিত সোয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে থাকা আইসিইউতে আগুন লেগেছে। এতে তিন নারীসহ আটজন রোগী মারা যান এবং আহত হন বেশ কয়েকজন। রবিবার (৫ অক্টোবর) মধ্যরাতে হাসপাতালটিতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম জানায়, রাত ১১টা ২০ মিনিটের দিকে নিউরো আইসিইউ ওয়ার্ডের স্টোর রুমে আগুন লাগে। ওই রুমে কাগজপত্র, চিকিৎসা সরঞ্জাম এবং রক্তের নমুনা টিউব রাখা ছিল। কর্মকর্তারা ধারণা করছেন শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকাড জানান, আগুন লাগার সময় নিউরো আইসিইউতে ১১ জন রোগীর চিকিৎসা চলছিল। এছাড়া আরও ১৩ জন পাশের ওয়ার্ডে ছিলেন। সকলকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্মকর্তারা জানান, নিহতরা হলেন- পিন্টু (সিকার), দিলীপ (আন্ধি, জয়পুর), শ্রীনাথ (ভারতপুর), রুক্মণি (ভারতপুর), কুশমা (ভারতপুর), সর্বেশ (আগ্রা, উত্তরপ্রদেশ),...