বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদায়ী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিসিবির নির্বাচনকে বলেছেন, ‘পৃথিবীর সেরা ক্রিকেট বোর্ডের নির্বাচন।’ আইসিসিতে কাজ করেছেন, বিশ্বের অনেক দেশেই ক্রিকেট ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় জড়িত ছিলেন, এমন একজন ব্যক্তি যখন শ্রেষ্ঠত্বের সনদ দেন তখন সেটা মেনে নিতেই হয়। তবে এই শ্রেষ্ঠত্বের মাপকাঠি কী সেটা যেহেতু বলেননি, ধরে নেওয়া যায় উত্তেজনা, রোমাঞ্চ, অনিশ্চয়তা আর আইনি জটিলতার মারপ্যাঁচে নেটফ্লিক্সের সিরিজকেও পেছনে ফেলার মতো নাটকীয়তাই এই শ্রেষ্ঠত্বের নির্ণায়ক। কারণ মাত্র এক সপ্তাহ আগে ভারতের ক্রিকেট বোর্ডের নির্বাচনে নীরবে-নিঃশব্দেই সভাপতি হয়ে গেলেন মিঠুন মানহাস। অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কে সেটা পাঁড় ক্রিকেট সমর্থকেরও গুগল করেই জানতে হবে। তবে আইসিসি র্যাংকিংয়ে তিন সংস্করণেই ৯ আর ১০-এর ভেতর ঘোরাফেরা করা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক হতে যে সীমাহীন আগ্রহ, অন্তহীন প্রচেষ্টা ও রাজনৈতিক...