আজ (রোববার) কাতার, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, ইন্দোনেশিয়া, পাকিস্তান, তুরস্ক, সৌদি আরব ও মিশরের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে হামাসের রেসপন্সকে স্বাগত জানিয়েছে এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার, সব বন্দির মুক্তি (জীবিত বা মৃত), ও প্রশাসনিক কর্তৃত্ব স্থানান্তরের তাত্ক্ষণিক আলোচনার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে তড়িতাড়ি আলোচনার প্রয়োজন। তবে যুদ্ধবিরতির আশাকে ঘিরে তৎপরতা বাড়লেও সামরিক সংঘর্ষ স্থগিত হয়নি। আলোচনার আগে ইসরায়েলি বিমান ও নিক্ষেপে গাজায় হুমকিস্বরূপ হামলা ও নিহতের খবর আসছে—এতে অনেকে হতাহত হয়েছেন; ফলে তাত্ক্ষণিক শান্তি-প্রক্রিয়া বাস্তবে আনার ক্ষেত্রে ঝুঁকি রয়ে গেছে। কূটনীতিকরা জানিয়েছেন, সুরাহা তখনই টেকসই হবে যখন সকল পক্ষ মৌলিক শর্তাবলী গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে সম্মতি দেবে। রোডম্যাপটি যদি বাস্তবায়িত হয়, তা সাময়িকভাবে গাজার মানুষের কষ্ট কিছুটা শমন করতে পারে এবং বন্দিদের মুক্তি...