নিজস্ব প্রতিবেদক : ইসলামিক বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে ঘিরে সম্প্রতি ধর্মীয় অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। তার স্ত্রী সাবিকুন নাহার সারাহ প্রথমে ফেসবুক পোস্টে তার বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন যে, আদনান বিমানবালা জরিনা জাবিনের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন এবং তার প্রতিষ্ঠানগুলোতে নারী-পুরুষের অবাধ মেলামেশা চলে, যা তাকে মানসিকভাবে বিপর্যস্ত করেছে। তবে একদিন পরেই সাবিকুন নাহার সারাহ তার আগের পোস্টটি মুছে ফেলেন এবং আরেকটি পোস্টে স্বামীর কাছে ক্ষমা চেয়ে লেখেন যে, কিছু হিংসুক ব্যক্তি তাকে ভুল তথ্য দিয়েছিল, যা সত্যতা যাচাইয়ের পর মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি জানান, ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি ওই পোস্ট দিয়েছিলেন। পরে আবু ত্ব-হা মুহাম্মদ আদনানও একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে তার স্ত্রীর ক্ষমা চাওয়ার ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি উল্লেখ করেন যে, তার স্ত্রীর...