ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস গাজা উপত্যকার সংঘর্ষ বন্ধ করতে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে চিহ্নিত কিছু পদক্ষেপ শুরু করেছে—এমন তথ্য উঠে এসেছে বিভিন্ন খবরের সূত্রে। গত সোমবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফার একটি শান্তি প্রস্তাব তুলে ধরেন, যেখানে হামাসকে অস্ত্র হস্তান্তরের শর্তও রাখা হয়েছিল। সৌদি আরবভিত্তিক গণমাধ্যম আল-আরাবিয়া রবিবার (৫ অক্টোবর) এক সূত্রকে উদ্ধৃত করে জানায়, আন্তর্জাতিক পর্যবেক্ষণে ফিলিস্তিনি ও মিসরীয় কর্তৃপক্ষের কাছে অস্ত্রসমর্পণে সম্মত হয়েছে হামাস। তবে অন্যান্য কোনো স্বাধীন সূত্র এখন পর্যন্ত এই খবর নিশ্চিত করেনি। আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের একটি সূত্র জানিয়েছে—হামাসের যোদ্ধারা গাজার বিভিন্ন স্থানে তিন লাখের বেশি নয়, বরং ইসরায়েলি বন্দিদের মরদেহ সংগ্রহ শুরু করেছেন; কাজটি সম্পূর্ণ করার জন্য ইসরায়েলের বিমান হামলা বন্ধের দাবি তুলেছে তারা। এসব মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করতে...