ভারতের রাজস্থানের জয়পুরে স্বায়ত্তশাসিত সাওয়াই মান সিং (এসএমএস) হাসপাতালের ট্রমা সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৮ রোগীর মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টােবর) গভীর রাতে নিউরো আইসিইউ ইউনিটে এই দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। ট্রমা সেন্টারের ইনচার্জ ডা. অনুরাগ ধাকড় জানিয়েছেন, নিউরো আইসিইউতে তখন ১১ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। হঠাৎ করে স্টোরেজ এলাকায় শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দ্রুত ধোঁয়া ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের খবর ছড়িয়ে পড়তেই রোগী ও স্বজনদের মধ্যে হাহাকার শুরু হয়। আইসিইউর নথি, চিকিৎসা সরঞ্জাম, ব্লাড স্যাম্পলসহ বহু কিছু পুড়ে যায়। হাসপাতালের কর্মী ও রোগীর স্বজনরা প্রাণপণ চেষ্টা করে রোগীদের বাইরে বের করে আনেন। কেউ কেউ পুরো বিছানাসহ রোগীকে বাইরে নিয়ে আসেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন...