ইউটিএম মেশিন সম্পর্কে কেডিএর চেয়াম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাংগীর হোসেন (পিএসসি) বলেন, মেশিনটি বিদেশে ভিজিট করে অনেক আগেই আনা হয়েছিল। সমুদয় বিল পরিশোধ করা হয়েছে। মেশিনটি কেডিএর কাছে আছে এবং কর্মক্ষম রয়েছে। তবে প্রকল্পের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান রড টেস্ট রিপোর্ট জমা দিলেই শুধু তা গ্রহণ করা হয়। বিকল্প হিসেবে কিছু টেস্ট নিজেরাও করার জন্য মেশিনটি আনা হয়েছে। তবে এটি আরও ব্যবহারের সুযোগ রয়েছে, সেই ব্যাপারে চেষ্টা চলছে। অভিজ্ঞতা অর্জনে যুক্তরাষ্ট্র ভ্রমণের ব্যাপারে চেয়ারম্যান বলেন, বিদেশ সফরের জন্য টাকার অঙ্কে খুব বেশি খরচ হওয়ার কথা না। কিন্তু সিমিলার একটি জিনিস দেখে এসে বাস্তবায়ন হচ্ছে, এটি তো লাভজনকই হয়েছে। যারা ভ্রমণে গিয়েছিলেন তারা এখন হয়তো এই প্রকল্পে নেই। কিন্তু তারা কেডিএতে রয়েছেন, অবসরে যাননি। প্রয়োজন হলে তাদের ফের সম্পৃক্ত করা যাবে। অবশ্য...