গাজা যুদ্ধ বন্ধের দাবিতে ইউরোপের বিভিন্ন দেশে লাখো মানুষ রাস্তায় নেমেছে। রোববার ইউরোপজুড়ে অনুষ্ঠিত এই বিক্ষোভে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ এবং ইসরায়েলের আগ্রাসনের অবসান দাবি জানানো হয়।শাফাক নিউজ জানায়, শুধু নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে প্রায় আড়াই লাখ মানুষ অংশ নেয়। তারা ডাচ সরকারকে ইসরায়েলের প্রতি আরও কঠোর অবস্থান নিতে আহ্বান জানায়।ইতালির রোমে ছিল ইউরোপের অন্যতম বৃহৎ বিক্ষোভ। আয়োজকদের দাবি, সেখানে প্রায় ১০ লাখ মানুষ অংশ নেয়, যদিও পুলিশের হিসাবে সংখ্যা ছিল প্রায় দুই লাখ ৫০ হাজার।স্পেনের মাদ্রিদে প্রায় ৯২ হাজার এবং বার্সেলোনায় ৭০ হাজারের বেশি মানুষ রাস্তায় নেমে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানান।ফ্রান্সে বিক্ষোভকারীরা ইসরায়েলের বিরুদ্ধে অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং গাজার অবরোধ প্রত্যাহারের দাবি তোলে।এ ছাড়া আয়ারল্যান্ডের ডাবলিন এবং যুক্তরাজ্যের লন্ডনেও ছোট ছোট বিক্ষোভ অনুষ্ঠিত হয়। তবে ম্যানচেস্টারের একটি সিনাগগে হামলার ঘটনার...