বাংলাদেশে ডেঙ্গু জ্বরের পাশাপাশি চলতি বছর চিকুনগুনিয়ার প্রভাবও বিগত কয়েক বছরের তুলনায় বেশি লক্ষ্য করা যাচ্ছে। এই পরিস্থিতিতে চিকুনগুনিয়া সম্পর্কে সচেতনতা ও এর তীব্রতা মোকাবিলা খুবই জরুরি। চিকুনগুনিয়া:এই রোগের প্রধান লক্ষণ হলো জ্বর এবং তার সঙ্গে গিটে (জয়েন্ট) ও মাংসপেশীর তীব্র ব্যথা। অনেক সময় জ্বরের চেয়েও এ ব্যথা রোগীকে বেশি কাবু করে ফেলে। হাঁটু, গোড়ালি, কবজি ও অস্থিসন্ধিতে এ ব্যথা এতটাই তীব্র হতে পারে যে রোগী হাঁটাচলা করতে অক্ষম হয়ে পড়েন। যাদের আগে থেকে বাত (আর্থ্রাইটিস), কোমর বা ঘাড়ের ব্যথার মতো সমস্যা আছে, চিকুনগুনিয়া আক্রান্ত হলে তাদের সেই ব্যথা অনেক গুণ বেড়ে যেতে পারে, যা চিকিৎসক ও রোগী উভয়কেই বিভ্রান্ত করতে পারে। তাই এই বিভ্রান্তি এড়াতে চিকুনগুনিয়া শনাক্ত করতে চিকুনগুনিয়া অ্যান্টিজেন, আইজিএম ও আইজিজি অ্যান্টিবডির রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নিশ্চিত...